মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট
ইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ।
ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই প্রীতি ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এন.জি.বি দলের অধিনায়ক নিশান বাবু। নির্ধারিত ১০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করেন। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন মনোয়ার হোসেন।
পাল্টা জবাবে ৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ চমৎকার পারফরম্যান্সে জয় ছিনিয়ে নেয়। এন.জি.বি দলের বিপক্ষে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক একাদশের অধিনায়ক জোহুরুল ইসলাম দারুণ বোলিং করে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।
খেলা শেষে দুই দলের অধিনায়করা বলেন, “এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”
খেলা শেষে স্থানীয় দর্শকদের মাঝে আনন্দ-উল্লাসের ঢেউ বয়ে যায়। তারা জানান, সাংবাদিকদের এমন সৌহার্দ্যপূর্ণ আয়োজন এলাকাবাসীর জন্য ছিল এক ভিন্নধর্মী বিনোদন, যা সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করেছে।

