মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

Share the post

ইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ।

ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই প্রীতি ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এন.জি.বি দলের অধিনায়ক নিশান বাবু। নির্ধারিত ১০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করেন। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন মনোয়ার হোসেন।

পাল্টা জবাবে ৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ চমৎকার পারফরম্যান্সে জয় ছিনিয়ে নেয়। এন.জি.বি দলের বিপক্ষে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক একাদশের অধিনায়ক জোহুরুল ইসলাম দারুণ বোলিং করে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।

খেলা শেষে দুই দলের অধিনায়করা বলেন, “এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”

খেলা শেষে স্থানীয় দর্শকদের মাঝে আনন্দ-উল্লাসের ঢেউ বয়ে যায়। তারা জানান, সাংবাদিকদের এমন সৌহার্দ্যপূর্ণ আয়োজন এলাকাবাসীর জন্য ছিল এক ভিন্নধর্মী বিনোদন, যা সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নারীদের ক্যান্সার সচেতনতা বাড়াতে ইউনেস্কোর ক্যাম্পেইন

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ঘাটতি চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান বের করতে বিশেষ করে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুরু হয়েছে ক্যান্সার সচেতনতা কর্মসূচি। আজ সোমবার ১৫ (সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লিমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (DYSIN GROUP) এর আয়োজনে […]

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সমাজের মানববন্ধন, হত্যাকারীদের ফাঁসির দাবি

Share the post

Share the postচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত: গাজীপুরে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার গাজীপুর প্রতিনিধি ও টঙ্গী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল […]