ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরলে ৫ বছরের জেল

Share the post

ভারত থেকে কোনো নাগরিক অস্ট্রেলিয়ায় ফিরলে হবে ৫ বছরের কারাদণ্ড। এছাড়া গুনতে হতে পারে সাড়ে ৬৬ হাজার ডলারের বেশি জরিমানা। করোনা পরিস্থিতির মধ্যে প্রথমবারের মতো ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফেরাদের নিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হলো।

সাময়িকভাবে অবৈধ ঘোষণা করে গত ১৪ দিন যারা ভারতে কাটিয়েছেন তাদের অস্ট্রেলিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে, ভারতের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া।

ভারতে প্রায় ৯ হাজার অস্ট্রেলিয়ান নাগরিক রয়েছেন। তবে করোনার ভয়ে ভারত থেকে যারা দেশে ফিরে যেতে চান, তাদের জন্য কঠোর এই সিদ্ধান্ত অবিবেচক বলে মনে করছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশ্লেষকেরা। ১৫ মে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated