বিলাসবহুল গাড়ীতে বহন হচ্ছিল গাঁজা, বাধ সাধলেন পুলিশ

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় বিলাসবহুল গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা বহনের সময় এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ তথ্যটি নিশ্চিত করেন।
আটককৃত ইবাদুল ইসলাম (৪৮) গোপালগঞ্জ জেলার সিলনা গ্রামের আজহার আলী মোল্লার ছেলে। এসময় তার কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত বিলাসবহুল একটি জিপ গাড়ি ও ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সমাজ থেকে মাদক ও অস্ত্র উদ্ধার, অপরাধীদের গ্রেফতার করতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সোয়া ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মোবারক হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল রায়পুরা উপজেলার মাহমুদাবাদ ব্রীজের নিকট (ঢাকা-সিলেট) মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহজনক ঢাকামুখী কালো রংয়ের একটি বিলাসবহুল জিপ গাড়ি থামিয়ে তল্লাশি করেন। তল্লাশিকালে গাড়ির ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ছেচল্লিশ (৪৬) কেজি গাঁজা সহ ইবাদুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন। এবিষয়ে নিকটস্থ থানায় মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ধোবাউড়ায় ফুড সিকিউরিটি এন্ড লাইভলিহুড প্রকল্পের পরিচিতি সভা

Share the post

Share the postআবুল হাশেম,ধোবাউড়া,ময়মনসিংহ: ধোবাউড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে “ফুড সিকিউরিটি এন্ড লাইভলিহুড (এফএসএল)” প্রকল্পের পরিচিতি সভা। স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জনাব স্বপন কুমার পাল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: উজ্জ্বল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া থানার […]

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারী আটক, সীমান্তে বিজিবির অভিযান জোরদার

Share the post

Share the post মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁ সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইলফোনসহ দুই চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। বুধবার (১২ নভেম্বর) দুপুরে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে পূর্ব নন্দনপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রইহান (২৩) ও […]