আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় বিলাসবহুল গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা বহনের সময় এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ তথ্যটি নিশ্চিত করেন।
আটককৃত ইবাদুল ইসলাম (৪৮) গোপালগঞ্জ জেলার সিলনা গ্রামের আজহার আলী মোল্লার ছেলে। এসময় তার কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত বিলাসবহুল একটি জিপ গাড়ি ও ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সমাজ থেকে মাদক ও অস্ত্র উদ্ধার, অপরাধীদের গ্রেফতার করতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সোয়া ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মোবারক হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল রায়পুরা উপজেলার মাহমুদাবাদ ব্রীজের নিকট (ঢাকা-সিলেট) মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহজনক ঢাকামুখী কালো রংয়ের একটি বিলাসবহুল জিপ গাড়ি থামিয়ে তল্লাশি করেন। তল্লাশিকালে গাড়ির ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ছেচল্লিশ (৪৬) কেজি গাঁজা সহ ইবাদুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন। এবিষয়ে নিকটস্থ থানায় মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ।

