বিএনপির মনোনয়নে কায়সার কামালের নাম ঘোষনায় দুর্গাপুরে নেতাকর্মীদের আনন্দ উল্লাস
তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা – ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নাম ঘোষনা হওয়ার পর থেকে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে বইছে আনন্দ উল্লাস। সোমবার (০৩ নভেম্বর) রাতে পৌর যুবদলের আয়োজনে এ উল্লাস অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে দুর্গাপুর পৌর শহরে বইতে থাকে আনন্দ উল্লাস। পৌর বিএনপির আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্য সচিব স¤্রাট গণির নেতৃত্বে অনুষ্ঠিত এই আনন্দ মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক হারেজ গণি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার, যুগ্ন-সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এস এম কাইয়ুম, যুগ্ন-আহবায়ক নোমান আহমেদ, সদস্য সচিব ইউসুফ খান সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন এবং বাজারের সাধারণ মানুষ এই আনন্দ উচ্ছাস প্রকাশ করেন

