বাঙালি জাতির অধিকার আদায়ের প্রশ্নে কখনো মাথা নত করেননি বাংলার জাতির পিতা-দেবাশীষ পাল দেবু।

Share the post

চট্টগ্রাম সংবাদ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষেবাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যেগে আজ নগরীর ৩৭নং মুনীর নগর ওয়ার্ডস্থ চট্টগ্রাম বন্দর পূর্ব কলোনি মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে ২০০ অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, শিশুদের যেমন খুশি তেমন সাজো, চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা সহ দিনব্যাপী কর্মসুচী পালন করা হয়।May be an image of 2 people, people standing and people sitting

মহানগর যুবলীগ নেতা ফরহাদ আবদুল্লার সভাপতিত্বে ও সাজিবুল ইসলাম সজীব এবং আবু নাসের জুয়েলের সঞ্চালনায় এ-সময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম,চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, সৈয়দ আহমদ বাবদ,শেখ বায়েজিদ আহমেদ,আমির হোসেন, মহানগর যুবলীগ নেতা মোঃ আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, জামিল আহমেদ মিলন, এফ এ চৌধুরী বাদল, মোঃলোকমান, সালাউদ্দিন মিন্টু, মারফ আহমেদ সিদ্দিক, মোঃ ইমতিয়াজ, মোঃরাশেদ চৌধুরী, মোঃইসমাঈল, সাজ্জাদ আলী জুয়েল, মোঃ সালাউদ্দিন, সোহেল রানা, সারওয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, রেজাউল করিম মামুন, দিদারুল আলম দিদার, মোঃকায়সার, মোঃ শরীফ,যুবায়ের হোসেন অভি, রমজান আলী, জিৎকর বাবু, মোঃ হানিফ, মাহামুদুর রহমান বাপ্পি, কামালউদ্দিন স্বপন, মোস্তফা মামুন ভুঁইয়া, তানভীর হাসান, মোঃ রোকনউদ্দিন, মাকসুদুর রহমান, মোঃ শোয়েব, নুরে এলাহী সানি, ওয়াহেদ রুবেল, মোঃ সোহেল, মোঃ মাসুমMay be an image of 3 people, people standing and balloon

আলাউদ্দিন সোহেল, হৃদয় কুমার দাশ, নুর শরীফ রকি, আব্দুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম টিপু, সাইফুল ইসলাম, জালাল উদ্দিন, রবিউল ইসলাম রিফাত, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, ওমর ফারুক, নুরুর ইসলাম রিয়াদ,কৌশিক রায়, পলাশ চক্রবর্তী, সজীব কান্তি দাশ,রুবি আক্তার, প্রান্তি ভট্টাচার্য্য প্রমুখ।May be an image of 12 people, people sitting and people standing

এসময় দেবাশীষ পাল দেবু বলেন, ‘সারাজীবন এ দেশের মাটি ও মানুষের অধিকার আদায় ও কল্যাণের জন্য সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু। বাঙালি জাতির মুক্তির জন্য জীবনের ১৪টি বছর পাকিস্তানি কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বন্দি থেকেছেন, বহু বার ফাঁসির মঞ্চে মৃত্যুর মুখোমুখি হয়েছেন। কিন্তু আত্মমর্যাদা ও বাঙালি জাতির অধিকার আদায়ের প্রশ্নে কখনো মাথা নত করেননি বাংলার জাতির পিতা।May be an image of 6 people, people standing and text that says 'FUIR ማማ ১৭ই মার্চ জাতির পিতা, বঙ্গবনধু শরোখমুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা চিত্রাফ্ন। খাদ্য সামগ্রী ও বন্ত্র বিতরণ ២0 দেবাশীষ পাল দেবু চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ। F'

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated