বাংলার নিঃস্বার্থ প্রকৃতি
মোহাম্মদ রেজাউল করিম,চট্টগ্রাম প্রতিনিধি: সুজলা, সুফলা,শস্য,শ্যামলা এই বাংলা আমার দেশ। শীতের সকালে মধুর আমেজ, বর্ষায় রিমঝিম বৃষ্টি, নবান্নে পিঠা উত্সব, বসন্তে কোকিলের ধ্বনি, জৈষ্টের মধু মাসে পাকা আম,জাম,কাঁঠাল, লিচু, আনারস আরো কতো ফল ফলাদি প্রকৃতি মোদের করে দান। নিঃস্বার্থ প্রকৃতি ধন্যবাদ তুমাই। এত নিঃস্বার্থ ভাবে কেন, তুমি ভালোবাসো মোদের হে প্রকৃতি। আমরা মানুষ এ দেশের, তোমার মতো নিঃস্বার্থ নই। আমরা করি হানা হানি, মারা মারি, পরস্পরকে করি বিদ্বেষ। গরু, মহিষ,ভেড়া,ছাগল,হরিণ,আরো কতো প্রাণী দেয় বিসর্জন তাজা প্রাণ তাদের, যখনি আমরা চাই। করেছে কি তারা কোন প্রতিবাদ? অথছ আমরা নিষ্ঠুর মানুষ খালে নদিতে বিষ ছড়াই। শিউলি,বকুল,জবা,সূর্যমুখী, গোলাপ তোমাদের সু ঘ্রাণে প্রাণ জুড়িয়ে যায় মোদের, গলায় পরি মালা তোমার, সুতো দিয়ে গেঁথে। বিনিময়ে কিছুই চাওনি কখনো, অথচ আমরাই তোমাদের বিনিময় করি টাকায়। পৃথিবীর রুপ দেখিয়াছি আমি, বাংলা নয়তো তাদের মতো, বাংলায় আছে প্রকৃতির দান আমরা কি কখনো ভেবেছি তাহা ! প্রকৃতি তোমাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই তোমার প্রতি, শিখিয়েছ মোদের পরোপকার, চলো নিঃস্বার্থ ভাবে চলি।