বাংলাদেশ প্রেস কিশোরগঞ্জ শাখা’র উদ্যোগে ইফতার ও মাস্ক বিতরণ
মোঃ মাইনুল হক, বিশেষ প্রতিনিধিঃবাংলাদেশ প্রেস ক্লাব কিশোরগঞ্জ শাখা’র উদ্যোগে অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে ইফতার ও মাস্ক বিতরন করা হয়েছে। ১৭ রমজান বিকাল ৫ ঘটিকায় কিশোরগঞ্জ উপজেলার ৫ স্থানে বিতরণ হয়।বিতরণের স্থান সমূহঃ ১ নিরাপদ বৃদ্ধাশ্রম, ২ কেশবা শান্ত পাড়া, কলেজ পাড়া, প্রাণী সম্পদ মোড় ও থানা মোড়ে ৩০০ ইফতার প্যাকেট ও মাস্ক বিতরণ করা হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব কিশোরগঞ্জ উপজেলা শাখা’র আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শাখা’র আহবায়ক মোঃ মাইনুল হক ও সদস্য সচিব আব্দুল বারী, কিশোরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমান কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপপুলিশ পরিদর্শক আক্কেল আলী,ডাঃ গোলাম মওলা তালুকদার, বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য ইয়ামিন কবির স্বপন, একেএম তাজুল ইসলাম ডালিম, রউফুল আলম, লাতিফুল আজম, জাহাঙ্গীর আলম, জিন্নুর রহমান, আবু সুফিয়ান, আশরাফুল ইসলাম, আব্দুস সালাম,শরিফুল ইসলাম, আব্দুল গাফ্ফার রাজু, সাহেব আলী, সবুজ মিয়া, সোহাগ হাসান প্রমুখ।