বরিশাল মেট্রপলিটনে বিভাগীয় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
শাওন অরন্য, সিনিয়র নিউজ রিপোর্টার, বরিশাল: উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আজ ০৬ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২ টায় বরিশাল মেট্রপলিটনের উপ-পুলিশ কমিশনার দক্ষিণ কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ ফজলুল করীম এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা ।
এ-সময় তিনি বিগত মাসের অপরাধ পর্যালোচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সেবার মান বৃদ্ধির জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকল অফিসারদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার শারমিন সুলতানা রাখি কোতয়ালী মডেল থানা। আরো উপস্থিত ছিলনে মোঃ নুরুল ইসলাম পিপিএম অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা, আনোয়ার হোসেন তালুকদার অফিসার ইনচার্জ বন্দর থানাসহ অন্যান্য অফিসারবৃন্দ।