বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কমপক্ষে ১০ জন। রোববার ভোরের দিকে ঢাকা-দিনাজপুর মহাসড়কের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে চারটার দিকে কলেজ রোড এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী এসআর পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই বাসের চালক-হেলপার ও ট্রাকের চালকসহ মারা যায় ৫ জন। হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। নিহতদের বেশিরভাগ বাসের যাত্রী। এ ঘটনায় গুরুতর আরো ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। একজন বাসের চালক বাবুল সাহা (৫২)। তার বাড়ি শেরপুর পৌর শহরের গোসাইপাড়ায়। আরেকজন হলেন চালকের সহকারী ইদ্রিস আলী (৪০), বাড়ি শেরপুর উপজেলার ধনকুন্ডি গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুটি গাড়িই বেপরোয়াভাবে যাচ্ছিল। আর এতেই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে হতাহতদের উদ্ধার করেন। এর অন্তত আধা ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।