বকশিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়া’ শিল্পী আক্তারের সিন্ডিকেটে দিশেহারা ভাতাভোগীগণ।

Share the post
সাদ্দাম হোসেন রোমান বকশিগঞ্জ প্রতিনিধি- জামালপুর: বকশিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়া’ শিল্পী আক্তারের সিন্ডিকেটে দিশেহারা ভাতাভোগীগণ। ঘুষ দিতে দেরি হলে দেয় বিভিন্ন হুুমকি ধামকি ও পুলিশ দিয়ে মিথ্যা মামলায় গ্রেফতারের হুুমকি।
বকশিগঞ্জ উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়া শিল্পীর বিরুদ্ধে উঠে এসেছে নানান দূর্ণীতির অভিযোগ। তিনি বিগত ২ থেকে ৩ বছরে ধরে নানান ভাতাভোগীদের সাথে নাম করে দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।
জানা যায়, বিগত আওয়ামী সরকার আমলে নিলাক্ষিয়া ইউ,পি চেয়ারম্যান ও বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সাত্তারের সুপারিশে চাকুরি পান আয়ে শিল্পী।
আয়া পদে থেকে আওয়ামী প্রভাব খাটিয়ে তিনি বেশ দাপটের সাথে দূর্নীতিতে জরিয়ে পড়েন আয়া পদে থাকা শিল্পী আক্তার। সে এখনো বহাল তবিয়তে আছেন, ধরা ছোঁয়ার বাইরে।
তার নামে কেউ অভিযোগ দিলে দেওয়া হয় মিথ্যা মামলার হুুমকি, ও তার দূর্নীতির বিরুদ্ধে কথা বলায় নিজ অফিসের সহকারী কাম-কম্পিউটার অপারেটর জুলেখা আক্তারকে বদলী হতে হয়েছে। এ যেনো হাতির পিঠে উঠে মশা তাড়ানো।
বকশিগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অফিস র্কমর্কতারা জড়িত বলে জানান, আয়া পদে থাকা শিল্পী আক্তার। সকল চেয়ারম্যান ও অফিস র্কমর্কতাদের যোগসাজশে টাকার বিনিময়ে এগুলো ভাগবাটোয়ারা হয় বলে জানান মুঠোফোন এক ভুক্তভোগীকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।