ফেরিঘাটগুলোতে ঢাকামুখি মানুষের চাপ

Share the post

লকডাউনের মধ্যেই আজও ফেরিঘাটগুলোতে রয়েছে ঢাকামুখি মানুষের চাপ। গণপরিবহন বন্ধ থাকায় পায়ে হেঁটে এবং ছোট যানবাহনে করে ঘাট এলাকায় জড়ো হচ্ছেন তারা।

রোববার সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা এবং মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে পারাপার হতে দেখা গেছে অসংখ্য মানুষকে। ফেরি, স্পিডবোট, ট্রলারে গাদাগাদি করেই নদী পার হচ্ছেন তারা। এদের বেশিরভাগের মধ্যেই স্বাস্থ্যবিধি মানা নিয়ে দেখা গেছে উদাসীনতা। যত্রীদের অভিযোগ, লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে বিভিন্ন পরিবহন।

পাটুরিয়া ফেরি ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘাটে জরুরি অ্যাম্বুলেন্স ও পচনশীল পণ্য পারাপারের জন্য দুটি ফেরি চলাচল করার কথা থাকলেও যানবাহনের চাপের কারণে এ রুটে ছোট বড় ৬টি ফেরি চলাচল করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated