‘ফুল ফুটুক আর না-ই ফুটুক শুধু আজ বসন্ত’।
মোহাম্মদ রেজাউল করিম (চট্টগ্রাম প্রতিনিধি): রূপসী এই বাংলার ঋতু খুবই বৈচিত্র্যময়। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য এদেশে, যাহা মিলেনা প্রাচুর্যে ভরা অনেক দেশে। আমরা মানুষেরা এই দেশের, বড্ড ভাগ্যবান। এ দেশে জন্মেছে কতো না কবি সাহিত্যিক, সকলেই মহান। আমরা মানুষ, যুগের পর যুগ পাল্টে যাই, ছুঁতে চাই বিভীষিকা পারাবত।
কিন্তু প্রকৃতি ঠিক তার উল্টো, শুধু করে যায় দান চির অম্লান। নিঃস্বার্থ এক পরোপকারী এই প্রকৃতি। আমরা ভুলে যেতে বসেছি নিঃস্বার্থ পরোপকার কি, এই বাংলার মানুষেরা চিরতরে। প্রকৃতি তার সৌন্দর্য বিমোহিত ঢেউয়ের তরঙ্গে ভাসিয়ে নিয়ে যায় মোদের, অজানা এক মহানন্দে। কৈ, দাবি তো করেনি কোন বিনিময়! বিনিময় যদি চাইতো প্রকৃতি, আমরা মানুষ পারিতাম কি শুধিতে তার মূল্যনীতি!