ফিরিঙ্গি বাজার ও কোর্ট বিল্ডিং চত্বরে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও তৈরি খাবার বিতরন

Share the post

চট্টগ্রাম সংবাদ: ফিরিঙ্গি বাজার জাকির হোসেন হোমিওপ্যাথি কলেজ মাঠে ওকোর্ট বিল্ডিং শহীদ স্মৃতি স্তম্ভে চত্বরে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও তৈরি খাবার বিতরন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে অনুষ্ঠিত হয়।May be an image of 2 people, people standing and people sitting

এসময় তিনি বলেন,লকডাউনে মানুষের কষ্ট লাঘবে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল এর আহ্বানে মাসব্যাপী আমাদের এই কর্মসূচী অব্যাহত থাকবে। তারই অংশ হিসেবে আজ বেলা ৩টায় কোর্ট বিল্ডিংস্থ “২৪ জানুয়ারি শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভ চত্বরে” এবং বেলা ৪টায় ফিরিঙ্গি বাজারস্থ “জাকির হোসেন হোমিও প্যাথি কলেজ” প্রাঙ্গণে প্রায় ১২০০ মানুষের মাঝে তৈরি করা খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।May be an image of 1 person, sitting, standing and outdoors

এসময়ে আরো উপস্থিত ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহুর লাল হাজারী,সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, নিশাত চৌধুরী, রায়হান রেওয়াজ সজীব, মারুফ আহমেদ, ইমতিয়াজ আহমেদ বাবলা, মঈন উদ্দিন মঈনুআমিনুল ইসলাম, শামীম আজাদ রুবেল, রুবেল,টারজান,আজাদ, নোমান শিহাব, সাদ্দাম হোসেন আমিনুল ইসলাম আমিন,ফরহান, আরিফুল হক,ইমন,রাব্বি,জিসান,ইমাম, দিবলু দাশ,শুভগুহ,মাহিন,জাহেদ, ইমরান,অপু দাশ, মিজান মিথু,সুমন দাশ,রিপন দাশ,স্বপন দাশ,অনু দাশ,মোঃ হুমায়ুন মোর্শেদ,মোঃ রুবেল, ফারুক সাগর, সুমন প্রমুখ।No photo description available.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated