ফসলি জমি বিলীন করে ঈশ্বরদী আটঘরিয়ায় নিরবে চলছে মাটি খনন
তালুকদার রাসেল,বিশেষ প্রতিনিধি পাবনা: ঈশ্বরদী, আটঘরিয়ায় এখনও অবাধে চলছে ফসলি জমি কেটে মাটি উত্তোলন এবং বিক্রয় । ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই অঞ্চলের কৃষক। ঈশ্বরদীর দাদাপুর, লক্ষীকুন্ডাসহ বেশ কিছু জায়গায় অবৈধভাবে মাটি উত্তোলনের উপর প্রশাসন অভিযান চলালেও। দাশুড়িয়া ইউপি’র মারমী , সুলতানপুর,বয়রা আল্লাদীসহ আটঘরিয়ায় নেই সাম্প্রতিক কোন অভিযান। মাঝে মাঝে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান অভিযান ও পুলিশের অভিযান চললেও। আবার শুরু হয় অবৈধভাবে মাটি উত্তোলন। প্রশাসনের চোখকে ফাকি দিয়ে মহামারী করোনার মধ্যেও মাটি কাটা চলছে। ক্ষতি করছে ফসলী জমি ও ক্ষেতে ফলানো ফসল। চলাচলের অযোগ্য হয়ে গেছে গ্রামের রাস্তাঘাট। এতে সমস্যায় ভুগছে গ্রামবাসী। গ্রামবাসীরা নাম প্রকাশ না করা শর্তে বলেন। দিনের পর দিন ভেকু দ্বারা ফসলি জমি কেটে পুকুর খনন করে ও মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে কিছু কুচক্র মহল।
এতে করে আবাদি জমি অনাবাদি করে ফেলছে, আমাদের মতো অসহায় কৃষকের। এবং তারা আরও বলেন এভাবেই ফসলের জমি হারাতে থাকলে একসময় খাদ্য ঘাটতি দেখা যাবে। তাই তারা কৃষক ও ফসলি জমি বাঁচাতে প্রশাসনের কাছে জোর দাবি জানান। কৃষকরা আরও বলেন, প্রশাসনের কাছে অভিযোগ দেয়া হলেও মাটি চোররা জেনে যায়। আমরা তাদের নামে এর আগেও অভিযোগ করেছি। কিন্তু আমাদের উপর চাপ আসে প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে। তখন আমাদের করার কিছু থাকেনা। তাই ভুক্তভোগী কৃষকরা আবাদি জমি ও ফসল বাঁচাতে , সরকার ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে স্থায়ী সমাধান চান, ও হস্তক্ষেপ কামনা করেন।