মোঃ সজল মন্ডল, ফরিদপুরঃ ফরিদপুরে ৯০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। এছাড়াও উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় ফরিদপুর সদরের ৯০০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ৫ কেজি অধিক পুষ্টিগুণসম্পন্ন মসুর ডালের বীজ, ৫ কেজি পটাস সার এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, সরকারের লক্ষ্য হলো কৃষকদের সহায়তা করে উৎপাদন বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা। এতে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের কৃষি অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
এ সময় বক্তারা সতর্ক করে বলেন, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যবসায়ী মথ ডালে রঙ মিশিয়ে মুগ ডাল হিসেবে বিক্রি করছে, যা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তারা ভেজাল ডাল বিক্রেতাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন এবং কৃষক ও সাধারণ মানুষকে দেশি ও নিরাপদ ডাল খাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।

