ফতুল্লায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ পাঁচজন দগ্ধ

Share the post

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ছয় তলা বাড়ির ষষ্ঠ তলায় গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ফতুল্লা থানার মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় হাজী ভিলায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, গ্যাসের চুূলার লিকেজ থেকে গ্যাস বের হচ্ছিল। রাতে খাওয়ার পর পরিবারের কেউ গ্যাসের চুুুলা অথবা সিগারেট জ্বালানোর জন্য আগুন জ্বালালে মূহুর্তের মধ্যে ঘরে আগুন ধরে যায়। এসময় পরিবারের পাঁচজন দগ্ধ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে প্রতিবেশিরা আগুন নিভিয়ে ফেলেন। তবে আগুনে ওই ফ্ল্যাটের অধিকাংশ আসবাবপত্র পুড়ে গেছে। দগ্ধদের চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

দগ্ধরা হলেন- গার্মেন্টস শ্রমিক মিশাল (২৬), তার স্ত্রী মিতা (২৩), তাদের দেড় বছর বয়সের শিশু সন্তান মিনহাজ এবং মিশালের দুই শ্যালক হোসিয়ারি শ্রমিক মাহফুজ ও সজীব। গত এক মাস আগে পরিবারটি ষষ্ঠ তলায় তিন রুমের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে এই বাড়িতে বসবাস করে আসছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated