প্রথমবার চট্টগ্রামে আসলো ফাইজারের ১৬ হাজার টিকা
প্রথমবারের মতো চট্টগ্রামে এসেছে ফাইজারের ১৬ হাজার ৩৮০ ডোজ করোনার টিকা। এতদিন সংরক্ষণ উপযোগী কোনো ব্যবস্থা না থাকায় ঢাকায় বাইরে দেওয়া যেত না এই টিকা।
নতুন করে সংরক্ষণ ব্যবস্থা চালু করার পর সোমবার (১১ অক্টোবর) রাতে চট্টগ্রামে আসে ফাইজারের এই নতুন চালান। টিকা বহনকারী বিশেষ গাড়ি সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছালে চট্টগ্রামে করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এ টিকার চালান বুঝে নেন।
সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ফাইজারের বেশ কিছু টিকা চট্টগ্রামে এসেছে। এ টিকা আমরা কীভাবে, কোথায় দেব সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সব কিছু বিবেচনায় নিয়ে এ টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।