পিতার স্বপ্ন পূরণে অনেকটাই এগিয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জসিম উদ্দিন তালুকদার
তৌহিদুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
আসন্ন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য রাঙ্গুনিয়া উপজেলার ১৫ নং লালানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন তালুকদার । আগাগোড়া আওয়ামী পরিবারের সন্তান ও নিজেকে একানিষ্ঠ বঙ্গবন্ধুর সৈনিক এবং ক্লিন ইমেজের ব্যাক্তিত্ব হিসেবে লালানগর ইউনিয়ন আওয়ামীলীগের যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চান তিনি। রাঙ্গুনিয়া উপজেলার বহুল আলোচিত লালানগর ইউনিয়নে প্রত্যাশিত আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান হলে এলাকার উন্নয়ন ও গরিব দুঃখিদের পাশে থেকে কাজ করার প্রত্যাশা ব্যক্তয় করেছেন আলহাজ্ব জসিম উদ্দিন তালুকদার।
লালানগরের বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের সাথে আলাপ করে জানা গেছে ,আওয়ামীলীগের প্রতিষ্ঠালগ্ন থেকে জসিম উদ্দিন তালুকদারের পরিবার আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। জসিম উদ্দিন তালুকদার এর পিতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ বি. কম. মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক,রণাঙ্গনে যোদ্ধকালীন সময়ে উত্তর রাঙ্গুনিয়ায় তাদের ঘরে বসে যোদ্ধের পরিকল্পনা করা হত।সেই বীর মুক্তিযুদ্ধা মরহুম ছৈয়দ আহমদ (বি,কম)সাহেবের সুযোগ্য সন্তান আলহাজ্ব জসিম উদ্দিন তালুকদার।