পাবনার সাঁথিয়ায় নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মোঃ শুভ হাসান,পাবনা জেলা প্রতিনিধি: মঙ্গলবার (২৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার বোয়াইলমারি গ্রামের ইছামতি নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।তারা হলো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আশিকুর রহমানের মেয়ে মাইশা আক্তার (৭) ও তার ফুফাতো বোন শাপলার মেয়ে তৈয়বা খানম (৪)।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়ির উঠানে খেলাধুলা করছিল তারা। দুপুরে মাইশা তার ফুফাতো বোনকে নিয়ে বাড়ির পাশের ইছামতি নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।