পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য গ্রেফতার

Share the post

পটুয়াখালী, প্রতিনিধি:: ২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যপী সিরিজ বোমা হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বেল্লাল ওরফে রুবেলকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, গতকাল রবিবার রাত দুইটার দিকে পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর থেকে জেলা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি বেল্লাল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর সদস্য। বেল্লাল খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার চংড়াছড়ি বৈদ্যটিলা এলাকার নুরুল আলম মোয়াজ্জেম এর ছেলে। প্রেস ব্রিফিংয়ে জানান হয়, ঘটনার পর বেল্লাল আত্মগোপনে চলে যায়। এরপর ২০১৯সালের অক্টোবর মাসে রুবেল নাম ব্যবহার করে পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটায় রাজমিস্ত্রির কাজ নেয়। এরপর বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্ট্রি টেরোরিজম ইউনিটের সদস্যরা তাকে দীর্ঘদিন ধরে নজরদারীতে রাখার পর গতকাল রবিবার তাকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, বোমা হামলার পর খাগড়াছড়ি থানায় একটি মামলায় জেএমবির ৯ সদস্যের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরমধ্যে ৮ জন আগেই জেলখানায় বন্দী ছিল এবং বেল্লাল পলাতক ছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated