নির্মাণাধীন ৭ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নগরের ডবলমুরিং থানার সিজিএস কলোনীতে কাজ করার সময় ৭ তলা থেকে পড়ে মো. আরাফাত (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে রয়েল অ্যাসোসিয়েটর বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মো. আরাফাত গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর থানার লক্ষ্মীপুর ইউনিয়নের মো. জয়নাল আবেদীনের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক(এসআই) নুরুল আলম আশিক বলেন, আরাফাত নামে এক নির্মাণ শ্রমিক ভবনের সাত তলায় কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।