আশিকুর রহমান, নরসিংদী :-বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে নরসিংদী জেলা যুবদল।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ এর নেতৃত্বে ভেলানগর জেলা বিএনপির কার্যলয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড় এসে শেষ হয়।
এসময় জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইলিয়াস আলী ভূইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুর রউফ ফকির রনি, জেলা যুবদলের সহ সভাপতি ফরহাদ চৌধুরী,সহসভাপতি আ স ম সনেট, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, নরসিংদী সদর থানা যুবদলের আহবায়ক হুমায়ুন কবির, নরসিংদী সদর থানা যুবদলের সদস্য সচিব মুজাহিদ হোসেন রুবেল, রায়পুরা উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু সহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, রং-বেরঙের ফেস্টুন এবং বাঢ্যযন্ত্র নিয়ে র্যালিতে অংশ নেন।

