চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে যে ‘ফাটল’ নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি
চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে যে ‘ফাটল’ নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেটি আসলে মূল স্থাপনার ‘ফাটল নয়’।ফ্লাইওভার সংশ্লিষ্টরা বলছেন, এটা ফাটল নয়, জয়েন্টের আস্তরণের ফাটল। এটা প্রত্যেক ফ্লাইওভারের সঙ্গে রয়েছে। দূর থেকে দেখলে ফাটলের মতো মনে হয়।
নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়ের সামনে আখতারুজ্জামান ফ্লাইওভারের সাথে মিলিত হওয়া এক অংশে জয়েন্টের আস্তরণের ফাটল দেখা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এস কে শাহীন নামে ব্যক্তি ফ্লাইওভারে ‘জয়েন্টের ফাটলের’ দুটি ছবি শেয়ার করেন।পরে অনেকেই তা শেয়ার করেছেন। এতে জনমনে আতঙ্ক তৈরি হয়।