ধেয়ে আসছে ইয়াস: গরম কমবে, হবে বৃষ্টিও
ঘূর্ণিঝড় ইয়াস দেশের উপকূল অতিক্রম করতে পারে বুধবার। এরই মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। সমুদ্রবন্দরগুলোতে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে এ ঝড়ে উপকূলীয় জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে না বলে মনে করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগামী কাল থেকে গরম কমতে পারে। হতে পারে বৃষ্টিও।
আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, বঙ্গোপসাগরে ইতোমধ্যেই সৃষ্টি হয়েছে লঘুচাপ। যা ৪৮ ঘন্টার মধ্যেই নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের খুলনা, বাগেরহাট এবং ভারতের উড়িশ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ৪৫ থেকে ৬৫ কিলোমিটার গতিতে বয়ে যাবে ঝড়ো হাওয়া। যা পরবর্তীতে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া, পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ঘূর্ণিঝড় মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এদিকে, সচিবালয়ে এক প্রস্তুতি সভায় দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় পুরো উপকূলজুড়ে সব ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।