দেশে ৪ বছরেই দ্বিগুণ হয়েছে ডায়াবেটিস রোগী

Share the post

দেশে ৪ বছরে দ্বিগুণ হয়েছে ডায়াবেটিস রোগী। গ্রামে প্রতি একশ জন মানুষের মধ্যে ১৪ জনই ডায়াবেটিসে আক্রান্ত। পুরুষের তুলনায় নারী রোগী বেশি। স্বাস্থ্য অধিদপ্তর ও ডায়াবেটিক সমিতির গবেষণা বলছে, মফস্বলের ৬৭ ভাগ মানুষই কায়িক পরিশ্রম করেনা। ডায়াবেটিস রোগী বাড়লে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনীতির ওপর চাপ বাড়বে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা।

রাজধানী থেকে দুই পা ফেললেই কেরানীগঞ্জ। নগরায়নে বদলে যাচ্ছে শ্যামল সবুজ গ্রাম। পাল্টাচ্ছে জীবনযাত্রা ও রোগের ধরন।কাঁঠালতলি গ্রামের কৃষক মোহাম্মদ হাবিবুল্লাহ। ৪ বছর আগে ধরা পড়েছে ডায়াবেটিস। একই আঙ্গিনায় বাড়ি শারমিন বেগমের। কিছুদিন আগে ডায়াবেটিস শনাক্ত হয়েছে তারও।

ডায়াবেটিস আছে, তা জানতেনই না আরফান বিবি। তিন মাস আগে পরীক্ষায় জানা যায় তার রক্তে সুগারের মাত্রা ১৬; এরপর থেকেই খাচ্ছেন ওষুধ।মফস্বলে ডায়াবেটিস পরিস্থিতি জানতে ২০২২ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত জরিপ করে স্বাস্থ্য বিভাগ ও ডায়াবেটিক সমিতি। এ সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক একে আজাদ খান বলেছেন, ৮ উপজেলায় ১০ হাজার ২২৩ জনের ওপর জরিপে দেখা যায়, গ্রামের ১৪ দশমিক দুই ভাগ মানুষই ডায়াবেটিসে আক্রান্ত। অথচ চার বছর আগে এ হার ছিল ৭ দশমিক এক ভাগ।

বাডাস সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ প্রকল্প পরিচালক ডা. বিশ্বজিৎ ভৌমিক জানিয়েছেন, গবেষণায় উঠে আসে, গ্রামের ৬৭ ভাগ মানুষ কায়িক পরিশ্রম করে না। মেদ জমেছে ৪৬ শতাংশের শরীরে। নারীদের মধ্যে স্থুলতার হার বেশি।এ ছাড়া ১৮ ভাগ মানুষ রয়েছে ডায়াবেটিসের উচ্চ ঝুঁকিতে। মফস্বলের ২০ ভাগ পরিবারেই রয়েছে ডায়াবেটিক রোগী।দেশে ডায়াবেটিক রোগী এক কোটি ৪০ লাখের মতো। সমান সংখ্যক মানুষ রয়েছে এই রোগের উচ্চ ঝুঁকিতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated