ডোমারে এক ভিখারীর ঘরে আগুন, মহিলার লাশ উদ্ধার।
রাজু আহম্মেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): নীলফামারীর জেলায় ডোমারে এক ভিখারীর কুড়ের ঘরে আগুনে পুড়ে লন্ড ভন্ড, আগুন নিভে গেলে বয়স্ক জবেদা খাতুন (৬৫) নামে এক মহিলার লাশ পাওয়া যায়। সোমবার রাত ১টায় ডোমার সন্যাসী মন্দির সংলগ্ন এক ভিখারীনি জবেদা খাতুন এর ঘরে আগুন লাগে। ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার শাহাজান আলীর নেতৃত্বে ফায়ারম্যানরা আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় ওই ঘরে থাকা ভিক্ষুক জবেদা খাতুন পুড়ে যায়। ডোমার থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়,
পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন। লাশ থানায় নিয়ে যায় এবং আগামীকাল ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠাবে বলে পুলিশ জানান। কাউন্সিলর আখতারুজ্জামান সুমন বলেন, ওই ভিক্ষুক সেখানে একটি কুড়ের ঘর বানিয়ে দীর্ঘ ১৫ বছর যাবত বসবাস করছে। মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এমনটাই মনে করছেন বলে আমাদের জানিয়েছেন।