ডুমুরিয়া থানা পুলিশ’র উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন।

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল) স্টাফ রিপোটার ,খুলনা : খুলনার ডুমুরিয়া থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ঐহিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতি সংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ই মার্চ রবিবার বিকেল ৩টায় ডুমুরিয়া থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান। উক্ত সভায় খুলনা রেঞ্জ অতিরিক্ত ডিআইজি এ, কে, এম নাহিদুল ইসলাম(বিপিএম) উপস্হিত থেক প্রধান অতিথির বক্তৃতা করেন।বিশেষ অতিথির বক্তব্যদেন জেলা পুলিশ সুপার এস,এম শফিউল্লাহ(বিপিএম),উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,জেলাআওয়ামী লীগ’র সহ-সভাপতি এবিএম শফিকুল ইসলাম,জেলাআওয়ামী লীগ’র তথ্য ও গবেষনা বিষযক সম্পাদক,অজয় সরকার, শাহনেওয়াজ হোসেন জোয়ারদার।

আরো উপস্হিত ছিলেন ইউপি চেয়ারম্যান এড, প্রতাপ কুমার রায়,সুরঞ্জিত বৈদ্যে,গাজী হুমায়ুন কবির বুলু, গাজী হাসান, রেজোয়ান মোল্যা,যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষসহ স্হানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানঠি পরিচালনা করেন থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মো: রফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের ইতিহাসে মার্চ মাস একটি ঐতিহাসিক মাস।

১৯৭১ সালে আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন যা ইউনোস্ক কর্তৃক আন্তর্জাতিক ভাবে স্বীকৃত হয়েছে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম দিবস, ২৬মার্চ বঙ্গবন্ধু কর্তৃক দেশের স্বাধীনতার ঘোষণা। এ ছাড়া সম্প্রতি এ বছর মার্চ মাসে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতি সংঘ কর্তৃক চুড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated