ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের মশাল মিছিল
আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে প্রগতিশীল ছাত্রজোটের মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রাতে শহরের রঙমহাল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো রঙমহাল চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে তাৎক্ষনিক আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা সংসদ এর সভাপতি তুষার শেঠ, সহ- সভাপতি এম আর বিজয়, কোষাধ্যক্ষ অরিজিৎ ধর আনন্দ, কিশোরগঞ্জ জেলা সমাজতান্ত্রিক ছাত্রফন্ট এর সাবেক নেতা মুস্তাকিম আহমেদ।
প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার নেতা এনামুল হক শিমুল এর নেতৃতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং প্রগতিশীল ছাত্রজোটের সাত কেন্দ্রীয় নেতার মুক্তির দাবী ও মুস্তাক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।