ডাসারে শহিদ স্মৃতি মহাবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উদ্যাপন
মাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে শহিদ স্মৃতি মহাবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে। অনুষ্ঠানে নাচ, গান ও বাদ্যের তালে তালে মুহূর্তে মুহূর্তে আবেগ ও আনন্দে ভেসে ওঠেন উপস্থিত
শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়রা।
সারাদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উদযাপন কমিটির আহ্বায়ক প্রাক্তন অতিরিক্ত সচিব স্বপন কুমার
সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত
বিভাগের অধ্যাপক ড. অমল হালদার। অনুষ্ঠাটির সঞ্চালনা করেন উদ্যাপন কমিটির সদস্য সচিব সুনিত
কুমার তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ স্মৃতি মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপির
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী
আনিসুর রহমান তালুকদার খোকন, ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন, নবগ্রাম ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার প্রমুখ।
শহিদ স্মৃতি মহাবিদ্যালয়ের সভাপতি আনিসুর রহমান খোকন তালুকদার অনুষ্ঠানে বলেন, এই মিলন মেলায়
আসতে পেরে আমার খুবই ভালো লেগেছে। প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয়দের সঙ্গে পুরোনো স্মৃতি ভাগ করে
নেওয়া অত্যন্ত আনন্দের।
অনুষ্ঠানের শুরুতে সকালে শহিদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, নৃত্য, স্মৃতিচারণ ও মিলন
মেলার আয়োজন করা হয়েছে। পুরো দিনব্যাপী অনুষ্ঠানটি যেন প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়দের জন্য
শৈশবের দিনগুলোকে মনে করিয়ে দিয়েছে। অনুষ্ঠানের আবহ আবেগ ও আনন্দে ভরা ছিল, যা ডাসারবাসীর হৃদয়ে
গভীর ছাপ রেখে গিয়েছে।

