টাকার লোভে মালিককে পরিকল্পিত খুন কেয়ারটেকারের
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জালালাবাদ এলাকায় ভবনের মালিক ব্যবসায়ী নেজাম পাশাকে টাকার লোভে পরিকল্পিতভাবে খুন করেছে কেয়ারটেকার। ওই কেয়ারটেকারের নাম মোহাম্মদ হাসান।বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর পাঁচলাইশ উপপুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উত্তরের ডিসি মোখলেছুর রহমান।
সংবাদ সম্মেলনে আরও জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর (সোমবার) সকালে খুলশী থানার জালালাবাদ এলাকার জমির হাউজিং সোসাইটি সংলগ্ন ভিআইপি রোডে নিজের নির্মাণাধীন ৭ তলা ভবনের পাশ থেকে ব্যবসায়ী নেজাম পাশার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ হাসান (৪২)। এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা ইয়াছমিন বাদী হয়ে খুলশী থানায় হত্যা মামলা করলে পুলিশ হত্যার মোটিভ উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতারে অভিযান শুরু করে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) খুলশী পাঁচলাইশ জোনের অতিরিক্ত উপ-কমিশনার আরাফাত এবং খুলশী থানার ওসি শাহীনুজ্জামানের নেতৃত্বে কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইনের কাছ থেকে কেয়ারটেকার হাসানকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান নিজের মালিক নেজাম পাশাকে মূলত টাকার লোভেই হত্যা করে বলে স্বীকার করেছেন। গ্রেফতারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত দড়ি, গামছা, টেপ, তার, চিরকুটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
মোখলেছুর রহমান জানান, আসামিকে রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। হত্যাকাণ্ডে আর কেউ সম্পৃক্ত আছে কি-না বা হত্যার অন্যকোনো মোটিভ আছে কি-না তা উদঘাটন করা হবে।
ভবন মালিক এবং কেয়ারটেকার দু’জনের বাড়িই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নে।