ঝালকাঠিতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

Share the post

 মো: সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য ঝালকাঠিতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল রবিবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিতকৃতিতে মাল্যদান,ঢাকা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার। এ উদ্যোগে টাউন হল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলেচানা সভায় সভাপতিত্ব করেনজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক। অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক অ্যাভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার,যুগ্ম সম্পাদক তরুন কর্মকার,সংগঠনিক সম্পাধক হাবিবুব রহমান হাবিল, জেলা যুবলীগ আহ্বায়ক রেজাউল করিম জাকির,সেচ্ছাসেবক লীগ আহবায়ক মো.মোশারফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণে নিরস্ত্র বাঙালি যুদ্ধে ঝাপিয়ে পরে ছিল। বঙ্গবন্ধুর জন্য এদেশ স্বাধীন হয়েছে। আজ আমরা বঙ্গবন্ধুর জন্য মায়ের ভাষায় বাংলা ভাষায় কথা বলছি। স্বাধীনতা বিরোধীরা এখনো বিবিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। তাই সকল নেতাকর্মীদের এক হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে। এ সময় জেলা আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated