জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

Share the post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাশের জঙ্গল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকার ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন জঙ্গল থেকে আশুলিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেন, আমাদের কর্মচারী ক্লাবের পেছনে লেকের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জায়গাটি ঢাকা-আরিচা মহাসড়কের কাছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর কেউ নিরাপদ মনে করে এই স্থানে মরদেহটি ফেলে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে একটি মরদেহ পাওয়া গেছে। আমরা খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। পুলিশও বিষয়টা জেনেছে। এখন বাকিটা পুলিশ দেখবে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম বলেন, জাহাঙ্গীরনগর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছি। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। গলা ও কনুইয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated