চেয়ারম্যান আলিমুর রাজী টিটুর প্রচেষ্টায় জীবিত উদ্ধার হলো শিশু ফরহাদ।

Share the post
মোঃ ফায়েল খান(সন্দ্বীপ প্রতিনিধি) : চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার ৬নং কালাপানিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পারিবারিক কলহের জেরে ফরহাদ (৭) নামের এক শিশুকে হত্যা করতে গলায় শিকল বন্ধি করেন বাচ্চার ফুফু পাখি । এমন গোপন সূত্র পেয়ে সন্ধ্যা চেয়ারম্যান আলিমুর রাজি টিটু ছেলেটি কে জীবিত উদ্ধার করতে সক্ষম হোন।
শিশুর পরিচয় ঃমোঃ ফরহাদ (৭)পিতা ঃ মো আনোয়ার হোসেনবাড়িঃ হামিদ লম্বরির বাড়ি।
কালাপানিয়া ৭নং ওয়ার্ড, সন্দ্বীপ।এমন মহৎ কাজের জন্য কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুর রাজী টিটু কে অভিনন্দন জানাই কালাপানিয়া ইউনিয়নের সাধারণ জনগণ সহ সন্দ্বীপ বাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated