চট্রগ্রামের বাশঁখালী সরল ইউনিয়নে কোনমতে কমছে না মানিক বাহিনীর চাদাঁবাজি ও ডাকাতি, মানুষ হত্যার হুমকি

Share the post

চট্টগ্রাম সংবাদ : চাঁদা না দিলে মানুষকে মিথ্যা মামলার ফাসানোই তার মূল কাজ, সে কখনো নিজেকে সাংবাদিক,কখনো গায়ক,কখনো আইনজীবী পরিচয় দিয়ে থাকে, প্রতিনিয়ত সে প্রতারণার কৌশল পরিবর্তন করে থাকে। সর্বশেষ একজন নিরীহ চাষা আব্দুর গফুর এর ৪০০ মণ লবণ জোর পূর্বক ডাকাতি করেছে সালাউদ্দিন মানিক এর নেতৃত্বে আবু সৈয়দ, কায়সার, মোস্তাফিজ ও মঈনুদ্দিন ও নেসার আহম্মদ। এই বিষয়ে আব্দুল গফুর বাদী হয়ে বাশঁখালী থানায় একটি এজাহার জমা দিয়েছেন। কিন্ত এখনো পর্যন্ত মামলা নেয়নি পুলিশ।তবে মামলা প্রক্রিয়াধীন।

এই বিষয়ে ভুক্তভোগী ও মামলার বাদী আব্দুর গফুর বলেন বিগত কয়েকদিন আগে র‍্যাব-৭ এর একটি টিম সরল বাজারে তরকারি বিক্রি করার সময় আমার কাছে এসে ডেকে উনারা আমাকে বলেন মানিক বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কায়সার ডাকাত এর ঘর দেখিয়ে দিতে আমি র‍্যাব সদস্য দের কে কায়সার ডাকাত এর ঘর দেখিয়ে দিয়ে আমি চলে আসি, এর পরের দিন কায়সার ডাকাত, সালাউদ্দিন মানিক, আবু সৈয়দ আরো কয়েকজন সহ অস্ত্রসহ আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করতে আসে, আমি এই বিষয়ে বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। তার সূত্র ধরে এরা আমাকে চাষ করতে না দেওয়ার উদ্দেশ্য আমার ৪০০ মণ লবণ ডাকাতি করে নিয়ে যায়।

অনুসন্ধানে আমরা জানতে পারি সালাউদ্দিন মানিক এর বিরুদ্ধে ১৫ টির ও অধিক মামলা রয়েছে, কায়সার এর বিরুদ্ধে ১০ টির ও অধিক মামলা রয়েছে অস্ত্র আইনে,ডাকাতি, হত্যা সহ একাধিক মামলা রয়েছে।

এই বিষয়ে র‍্যাব-৭ এর সাথে যোগাযোগ এর চেস্টা করলে উনাদের বক্তব্য পাওয়া যায়নি৷ এই বিষয়ে বাশঁখালী থানার অফিসার ইনচার্জ কে একাধিকবার ফোন করলে ও যোগাযোগ করতে ব্যার্থ হয়েছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated