চট্টগ্রামে পরিবেশ দূষণের দায়ে জিপিএইচ ও স্ট্যান্ডার্ড লুব অয়েলকে জরিমানা

Share the post

পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে জিপিএইচ অক্সিজেন প্ল্যান্ট এবং স্ট্যান্ডার্ড লুব অয়েল লিমিটেডকে মোট পাঁচ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের খুলশি কার্যালয়ে এক শুনানি শেষে এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরি জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ক্লিয়ারেন্স সার্টিফিকেট না থাকার জিপিএইচ অক্সিজেন প্লান্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। স্ট্যান্ডার্ড লুব অয়েলকে চার লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে দূষিত বাতাস সরাসরি ছেড়ে দেওয়ার জন্য।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated