চট্টগ্রামে আবদুল কাদের মির্জার গাড়িতে ঢিল!

Share the post

চট্টগ্রাম সংবাদ: বসুরহাটের নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জার গাড়িতে কে বা কারা ঢিল ছুড়েছে। এ সময় কেউ হতাহত হয়নি। তবে বহরের একটি গাড়ির কাঁচ ভেঙে গেছে।বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে শপথ গ্রহণের পর মেয়র আবদুল কাদের মির্জা সিপ্লাস অফিসে সিপ্লাস টিভির এক টকশো অনুষ্ঠানে অংশ নেন।এ সময় সিপ্লাস অফিসের নীচে পার্কিং করা তার গাড়িতে কে বা কারা ইট ছুড়েছে বলে তিনি অভিযোগ করেন।

পাকিংয়ে থাকা কাদের মির্জ ার গাড়িবহরের একটি গাড়ির কাঁচে ঢিল পড়ে।এর আগে ফেনীতে তার গাড়ির বহরে হামলা হয় বলে জানা গেছে।বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় শপথ নেওয়ার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে দাগনভুঞা জিরো পয়েন্টে দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা করেন বলে অভিযোগ করেছেন আবদুল কাদের মির্জা।

তিনি জানান, শপথ নেওয়ার জন্য বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামে যাওয়ার পথে দাগনভূঞার জিরো পয়েন্টে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত তার গাড়িতে হামলা করেন। সামনে একটি ট্রাক থাকায় আমার গাড়িটি পার হয়ে আসলেও পেছনের গাড়িতে দুর্বৃত্তরা ইটপাটকেল লাঠিসোটা নিয়ে হামলা করেন এবং ডিম ছোড়েন। এতে গাড়ির ব্যাপক ক্ষতি হয়। হামলায় বসুরহাট বিশিষ্ট ব্যবসায়ী ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম আহত হন।

সিপ্লাস অফিসের নীচে কাদের মির্জা।

মির্জা আরো জানান, দুর্বৃত্তরা আমাকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা করেছেন বলে আমি মনে করি। তবে তারা যতোই হামলা করুক আমি সত্য কথা বলা থেকে নিবৃত্ত হবো না। আল্লাহর দয়ায় যদি সহিহ সালামতে শপথ নিতে পারি তবে আইনি পদক্ষেপ নেব।

এ ব্যাপারে দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। কারণ তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে সিএনজি মালিকদের সঙ্গে গতকাল পর্যন্ত একটি ঝামেলা চলছিল বসুরহাটের মেয়রের। উনার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন।

দাগনভূঞা থানার ওসি মো. ইমতিয়াজ আহমদ জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated