গোপীনাথপুর ইউনিয়রনকে মডেলে রূপান্তরিত করতে চান মজিবর রহমান সরকার
রাজু আহম্মেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): মজিবর মাস্টার পুরো নাম মজিবর রহমান সরকার, একজন নিবেদিত প্রাণ ব্যক্তি হিসেবে নিজেকে সুপরিচিত করে তুলেছেন তিনি। রংপুর জেলার, বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের লালদীঘি মটারের পাড় সংলগ্ন নিবাসী। ওই ব্যক্তি হাসি খুশি সদালাপি মানুষ তিনি। এলাকায় রয়েছে অনেক সুনাম। ইতিমধ্যে এলাকাবাসীর কাছে আস্তার প্রতিক হিসেবে পরিচিত লাভ করেছেন এই হাস্যজ্জল মানুষটি। আদর্শ ও ন্যায় নীতির মধ্যে থেকে এলাকার মানুষের পাশে থাকাই এ আদর্শ মানুষটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এদিকে এক আলাপ চারিতায় মজিবর রহমান মাস্টার বলেন আমি তরুণ বয়স থেকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জেবিত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সংঙ্গে জড়িত আছি এবং দীর্ঘদিন থেকে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি।
কোন কিছুর লোভ লালসা আর হিংসা আমাকে আক্রমন করতে পারেনি। ইতিমধ্যে আমি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করেছি। আমি আরও আমার ইউনিয়নে ও অত্র ইউনিয়নকে একটি মডেল হিসেবে রূপান্তরিত করার লক্ষ্যে আসন্ন ইউনিয়ন নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছি। তাই আমি গোপীনাথপুর ইউনিয়নের সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি। অপরদিকে এলাকাবাসী জানান, তিনি করোনাকালীন সময়ে নিজ উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন, এছাড়াও সামাজিক কার্যক্রমে সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন। গোপীনাথপুর ইউনিয়ন বাসীর কাছে রয়েছে তার সুনাম ও ব্যাপক গ্রহণ যোগ্যতা। বর্তমানে এলাকাবাসীর কাছে ব্যাপক জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করেছেন মজিবর রহমান মাস্টার। তারা আরও জানান, দলমত নির্বিশেষে সাধারণ নাগরিকদের সেবা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।