খড়-খড়িয়া নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন,৫০ হাজার টাকা জরিমানা।
রাজু আহম্মেদ (নীলফামারী জেলা প্রতিনিধি)নীলফামারী: জেলাধীন সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের বসুনিয়া মোড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্হপতিবার দুপুর তিনটার দিকে সৈয়দপুরের উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম এ সাজা প্রদান করেন।
রমিজ আলম বলেন নদীর পানির গতিপথ কে বাধা সৃষ্টির এটি মুল কারণ। এর কারণে নদীর আশেপাশে যে সমস্ত ঘরবাড়ি সহ কৃষি জমি হুমকির মুখে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হাজী মো. আজাদ (৪৫) উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামের একজন স্হায়ী বাসিন্দা।
দুজন প্রত্যক্ষদর্শী জানান, আজাদ উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খরখরিয়া নদী থেকে দীর্ঘ দিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত আজ দুপুরে ঘটনাস্থলে হাজির হয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ঐ ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ১টি ট্রেক্টর আটক করেন বলে এমনটি আমাদের জানিয়েছেন।