খুলনায় মাসব্যাপী ‘হস্ত ও কুটির শিল্প ঈদ মেলা’র উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, এমপি।

Share the post

জাহাঙ্গীর আলম মুকুল,খুলনা জেলা প্রতিনিধি : খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল চত্বরে খুলনা প্রেস ক্লাবের আয়োজনে ও রেড বাটন এন্টারটেইনমেন্ট এর ব্যবস্থাপনায় মাসব্যাপী ‘হস্ত ও কুটির শিল্প ঈদ আনন্দ মেলা’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাসব্যাপী ‘হস্ত ও কুটির শিল্প ঈদ আনন্দ মেলা’র উদ্বোধক ছিলেন খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, এমপি।

মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা এবং খুলনা’র জেলা প্রশাসক এবং খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম এবং উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated