খুলনার ৩৫ ইউনিয়নসহ দেশের ৩৭১ টি ইউনিয়ন নির্বাচন ১১ এপ্রিল

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল) স্টাফ রিপোটার, খুলনা:  ১১ই এপ্রিল খুলনা ৩৫ ইউনিয়ন সহ সারাদেশে ৩৭১টি ইউপি নির্বাচন ঘোষণা ঘোষণা করা হয়েছে। ৩ মার্চ বুধবার নির্বাচন ভবন থেকে ৭৭ তম কমিশন সভা শেষে ইসি সচিব মোঃ হুমায়ুন কবীর খন্দকার এই ঘোষণা দেন । প্রথম ধাপে খুলনা ৫ উপজেলায় যে কয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এগুলোর মধ্যে কয়রা উপজেলায় সদর মহারাজপুর ,মহেশ্বরীপুর, উত্তর দেবকাশি ,দক্ষিণ দেবকাশি, আমাদি ও বাগালি । দাকোপ উপজেলার সদর ,বাজুয়া ,কামারখোলা ,তিলডাঙ্গা, সুতারখালী ,লাউডোব ,পানখালী, বানিশান্তা ,কৈলাসপুর ।

দীঘলিয়া উপজেলা সদর ,নৈহাটি ,গাজিরহাট ,বারাকপুর ,আরংঘাটা , যোগীপোল ,পাইকগাছা উপজেলার সোলাদানা ,বারুলি ,গড়ইখালী ,গদাইপুর, দেলুটি ,চাঁদখালী, লতা ,লস্কর, হবি ঢালী ও কপিলমুনি । বটিয়াঘাটায়, গঙ্গারামপুর ,বালিয়াডাঙ্গা , আমিরপুর ।এসব নির্বাচনে ১৮ মার্চ মনোনয়ন দাখিলের শেষ সময় ,১৯ মার্চ মনোনয়ন বাছাই ,২৪ মার্চ প্রতীক প্রত্যাহার ও ১১ এপ্রিল ভোটগ্রহণ হবে । দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated