ক্রেতা সেজে গাজা ব্যবসায়ীকে ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ

Share the post
(গাইবান্ধা)ঃ-  ছদ্মবেশে ক্রেতা সেজে এক গাজা ব্যবসায়ীকে গাঁজা সহ গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা ডিবি পুলিশ ।এসময় তার কাছ থেকে ০১ কেজি গাজা উদ্ধার করা হয় ।মঙ্গলবার রাত ২২.১৫ ঘটিকার সময় তাকে আটক করা হয় ।
গাইবান্ধা জেলা ডিবি পুলিশ জানতে পারে সাদুল্লাপুর থানাধীন ধাপের হাট ইউনিয়নের অন্তর্গত খামারপাড়া গ্রামে গাঁজা ব্যবসায়ী মোঃ নুরুন্নবী মন্ডল ওরফে ইংরাজুল তার বসতবাড়িতে মাদকদ্রব্য (০১ কেজি গাজা) বিক্রির জন্য অন্য জায়গা থেকে এনে রেখেছে। উক্ত সংবাদ পেয়ে ডিবি মোঃ তৌহিদুজ্জামান নিজেই গাজার ক্রেতা সেজে ডিবি পুলিশের অন্যান্য সদস্যদের সহায়তায় মাদকের আসামি মোঃ নুরুন্নবী মন্ডল ওরফে ইংরাজুলকে ০১ (এক) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।।
এদিকে অপর আসামি আনারুল মন্ডল মাস্টার পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। মাদক আইনে আসামিদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে ডিবি পুলিশের অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated