কারাগার থেকে মুক্তি পেলেন কিশোর

Share the post

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর কারগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেয়া হয়।কারাকর্তৃপক্ষ জানায়, বেলা ১১ টাকায় তার জামিন আদেশের কাগজ কারগারে পৌঁছালে সবধরণের আইনী প্রক্রিয়া শেষে কিশোরকে মুক্তি দেয়া হয়। এসময় কারাফটকে উপস্থিত ছিলেন কিশোরের স্বজনেরা।

এর আগে বুধবার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জামিনে মুক্তি দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। কিশোরের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিনাদেশ দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে গেল বছরের মে মাসে মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে গ্রেপ্তার করে র‍্যাব। তারাসহ মোট ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

একই মামলায় একসঙ্গে গ্রেপ্তার হওয়া কারাবন্দী লেখক মুশতাক আহমেদ গত ২৫ ফেব্রুয়ারি মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated