কাউন্সিলর হত্যা মামলায় আরো দুই আসামি গ্রেপ্তার

Share the post

কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সঙ্গীকে গুলি করে হত্যা মামলায় আরো দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হলো চারজন।

গ্রেপ্তার দুজন হলেন- মামলার ৬ নম্বর আসামি আশিকুর রহমান রকি এবং ৭ নম্বর আসামি আলম মিয়া। এ নিয়ে এই মামলায় মোট গ্রেপ্তার হলেন ৪ জন। আশিককে লালমনিরহাটের চন্ডীবাজার থেকে এবং আলমকে জেলার আদর্শ সদর উপজেলার বড়জালা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানিয়েছে, খুব শিগগিরই তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে।

২২ নভেম্বর কুমিল্লার পাথুরিয়া পাড়া এলাকায় নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. সোহেল।

এ ঘটনায় হত্যা মামলায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে৷ এ মামলার এজহারনামীয় ৬ ও ৭ নম্বর আসামি আশিকুর রহমান রকি ও মো. আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে কুমিল্লার চাঞ্চল্যকর কাউন্সিলর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated