কলকাতার উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয় শিশু সহ ১৪ জনের মৃত্যু

Share the post

আন্তর্জাতিক ডেস্ক   :     দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা বিয়ে বাড়ি ফেরত গাড়ির। মর্মান্তিক এই দুর্ঘটনায় ছয় শিশু সহ প্রাণ গিয়েছে ১৪ জনের। গতকাল রাত পৌনে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে প্রয়াগরাজ-লখনউ হাইওয়েতে। পুলিস জানিয়েছে, একটি বিয়ে বাড়ি থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন কুন্দা গ্রামের একদল বাসিন্দা। হাইওয়ের উপর টায়ার পাংচার হওয়া ট্রাকটি দাঁড়িয়ে ছিল। যাত্রীবোঝাই গাড়িটি দ্রুত গতিতে এসে ট্রাকের পেছনে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে গাড়ির একটি বড় অংশ ঢুকে যায় ট্রাকের নীচে। প্রথমে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। পরে পুলিস এসে হাত দেয় উদ্ধারকাজে। প্রথমে পাঁচজনের দেহ উদ্ধার হলেও ট্রাকের নীচ থেকে পুরো গাড়িটি বের করতেই বাকিদের দেহ মেলে। দেহগুলি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার দেহগুলির ময়নাতদন্ত হবে। বিষয়টি নিয়ে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রশাসনিক আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছে সবরকমের সহযোগিতা করার নির্দেশও দিয়েছেন তিনি।

 

– বর্তমান / সি-২১

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated