করোনা প্রতিরোধে দেবাশীষ পাল দেবুর ফ্রি মেডিক্যাল কুইক রেসপন্স টিমের শুভ উদ্বোধন

Share the post

করোনা মহামারী প্রতিরোধে, চট্টগ্রাম মহানগরীতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মানবিক যুবলীগ এর উদ্যোগে, চিকিৎসা সেবা দেয়ার উদ্দেশ্যে, ফ্রি মেডিকেল কুইক রেসপন্স টিম” এর কার্যক্রম আজ দুপুর ২টায় টাইগার পাসস্থ সিটি করপোরেশন চত্ত্বরে মাননীয় মেয়র, আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী উদ্বোধন করেন।

উদ্বোধনকালে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, মহামারী করোনা দূযোর্গ কালীন মানুষের পাশে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়ে দেবাশীষ পাল দেবুর এই উদ্যোগ সাধারণ মানুষ বিশেষ ভাবে উপকৃত হবে।May be an image of 8 people

ফ্রি মেডিক্যাল কুইক রেসপন্স টীম করোনা কালীন সময়ে জনগনের পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ, রান্না করা খাবার বিতরণ, মাস্ক-স্যানিটাইজার বিতরণ, জীবন রক্ষাকারী অক্সিজেন সিলিন্ডার সেবা প্রদান, এলাকায় এলাকায় হেলথ ক্যাম্প, নগরীর বিভিন্ন মোড়ে ফ্রি করোনা টিকা নিবন্ধন বুথ পরিচালনার পাশাপাশি এবার আমরা যুবলীগ এর পক্ষ থেকে মানুষ এর জন্য “কুইক মেডিকেল রেসপন্স টিম” সহায়তা চালু করতে যাচ্ছি।May be an image of 1 person, standing and outdoors

একজন সার্বক্ষণিক চিকিৎসক, ব্রাদার এবং এম্বুলেন্স সমন্বয়ে এই কুইক মেডিকেল রেসপন্স টিম ফোন পেলে বাসায় গিয়ে রোগীকে চিকিৎসা সেবা প্রদান করবেন। প্রয়োজনে এই এম্বুলেন্সে করেই উন্নত চিকিৎসার প্রয়োজনে রোগীকে হাসপাতালে স্থানান্তর করা হবে। করোনার ঝুঁকি নিয়ে রোগী এবং রোগীর স্বজনদের যাতে হাসপাতালে ঘুরতে না হয় সেই জন্যই যুবলীগ এর এই উদ্যোগ।May be an image of 4 people and people standing

সেই সাথে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ড এর দায়িত্ব প্রাপ্ত কর্মীদের আহ্বান জানাচ্ছি নিজ নিজ এলাকায় এই মেডিকেল টিমকে দ্রুততম সময়ে রোগীর বাসা চিনে চিকিৎসা সেবা পৌঁছানোর জন্য সার্বক্ষণিক সহযোগিতা করতে।May be an image of 7 people, people standing and road

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দীন, কাউন্সিলর নেছার আহমদ মঞ্জু, কাউন্সিলর আলহাজ্ব নুরুল আমিন, কাউন্সিলর পুলক খাস্তগীর, আবুল হাসনাত বেলাল, চট্টগ্রাম মেডিকেল বোর্ডের সদস্য স্বরুপ বিকাশ বড়–য়া বিতান, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, হ্যালো ডা: এর প্রধান উপদেষ্টা ডা: সজীব তালুকদার, নির্বাহী পরিচালক ইরফান কাদেরী, কোর্ডিনেটর প্রদীপ মারমা, ডা: রোজী চক্রবর্তী, প্রফেসর নুরুন্নবী পারভেজ, মোঃ লোকমান, মো: ইসমাইল, মারুফ আহমেদ, ইমতিয়াজ বাবলা, মো: মঈন উদ্দীন, নুরুল ইসলাম রাসেল, ইকবাল হোসেন, রাশেদ চৌধুরী, মাকসুদুল আলম জিকু, যুবায়ের হোসেন অভি, সাদ্দাম হোসেন জয়, শহীদুল ইসলাম, শাহনেওয়াজ বাপ্পী, মারুফুল ইসলাম মারুফ, মো: রাশেদ, আলী নুর রুবেল, সৌরেন বড়ুয়া রিও, স্বেচ্ছাসেবী সাকিব, অনিক, জিয়া, শহিদ, কাউসার রাজু, তৌহিদুল ইসলাম রানা, সাইদুজ্জামান রাকেশ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated