করোনায় আক্রান্তের সংখ্যা ১২ কোটি ছাড়াল
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১২ কোটি ৪৮ হাজার মানুষ। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্ত ৩ কোটির বেশি।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া তথ্য মতে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৬ লাখ ৫৯ হাজার। এদিকে, গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় নতুন করে প্রাণ গেছে ৮ হাজার মানুষের।
একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে ব্রাজিলে, মারা গেছে ১ হাজার ৯৪০ জন।এ পর্যন্ত সবচেয়ে বেশি ৩ কোটি ৬১ লাখ সংক্রমিত হয়েছে ইউরোপে। এর পরই অবস্থান উত্তর আমেরিকার। সেখানে আক্রান্ত ৩ কোটি ৪৫ লাখ।
আবারো সংক্রমণ বাড়ায়, স্কুল, দোকান ও রেস্তোরাঁ বন্ধের ঘোষণা দিয়েছে ইতালি। নতুন ঢেউয়ের বিষয়ে সতর্ক করে এ সিদ্ধান্ত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি। স্বাস্থ্যবিধি মানার নির্দেশ বাস্তবায়নে প্যারিসের রাজপথে টহল দিচ্ছে ফরাসি পুলিশ।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১৩ লাখ ৫৮ হাজার ৬৪৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৫৮ হাজার ৬৪২ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৮০ হাজার ৫২৫ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯১ হাজার ৬৯৫ জন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ২০১৯-এর ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এরপর গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে ডব্লিউএইচও।