এবছর হজ করতে পারবেন ৬০ হাজার মুসল্লি

Share the post

২০২১ সালে হজ পালন করতে পারবেন ৬০ হাজার মুসল্লি। শনিবার এই ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ১৫ হাজার স্থানীয় আর বিভিন্ন দেশ থেকে ৪৫ হাজার মুসল্লি এবারের হজে অংশ নিতে পারবেন।

হজে অংশগ্রহণকারীদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। অর্থ্যাৎ ১৮ বছরের নীচে ও ৬০ বছরের উপরের বয়সীরা হজের জন্য অনুমতি পাবেন না। সবাইকে অবশ্যই করোনার দুই ডোজ টিকা নিতে হবে। ছয় মাসের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন এমন মুসল্লিরাও হজের অনুমতি পাবেন না। সৌদি আরবে পৌঁছার পর বাধ্যতামূলক তিন দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। সামাজিক দুরত্বের পাশাপাশি মাস্ক পরা ও অন্যান্য করোনার বিধিনিষেধ বাধ্যতামূলক করা হয়েছে।

গত বছর করোনা সংক্রমণের কারণে সৌদির বাইরের কোনো দেশের মুসল্লিরা হজ পালনের অনুমতি পাননি। ২০২০ সালে স্থানীয় ও সেখানে বসবাসকারী মোট ১০ হাজার মুসল্লি হজ পালন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated