এইড সেক্ট-৭১’র ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান ১৩ই মার্চ

Share the post

নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): চট্টগ্রামের সামাজিক সংগঠন এইড সেক্ট-৭১’র ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান আগামী ১৩ই মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান ঘিরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচিতে রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, পুরষ্কার বিতরণী, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদানসহ বিভিন্ন আয়োজন। প্রথম পর্বের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনের উদ্বোধন করবেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও কানাডা উইন্ডসর ইউনিভার্সিটির সাবেক স্টুডেন্ট সিনেটর ইঞ্জিঃ গোলাম নওশের আলী চৌধুরী। উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক শেখ সরফুদ্দীন সৌরভ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডারের যুুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন সিদ্দিকী। ২য় পর্বে সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি নোমান বিন খুরশীদের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন ফটিকছড়ি পঞ্চবটি চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নাসির উদ্দীন বাহাদুর, প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। উব্দোধকের উব্দোধনী বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের সভাপতি ড. ফয়সাল কামাল। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সহ-সম্পাদক ব্যারিস্টার বদরুল আলম চৌধুরী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated