ইতালিতে ধীরে ধীরে লকডাউন তুলে চলাচল স্বাভাবিক হচ্ছে

Share the post

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে বিপর্যস্ত ইউরোপের দেশ ইতালিতে ধাপে ধাপে লকডাউন তুলে নেওয়া হচ্ছে। ফলে আগামী ৩ জুন থেকে নাগরিকদের অবাধ চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

আজ শুক্রবার ইতালি সরকারের এক খসড়া আদেশে এমনটা জানানো হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স

ইতালির খসড়া আদেশটি আজ অনুমোদন পাওয়ার কথা রয়েছে। তবে সময়ের আগে সেটি কিছুটা সংশোধনও করা হতে পারে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইতালিতেই প্রথম দেশজুড়ে লকডাউন আরোপ করা হয়েছিল। গত মার্চে এই লকডাউন আরোপের কারণে এখন সংক্রমণ কমে আসতে থাকায় দেশটি লকডাউন থেকে বেরিয়ে আসছে।

আদেশটিতে বলা হয়েছে, আগামী ৩ জুন এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। আর আগামী ১৮ মে থেকে ইতালির একেকটি অঞ্চলে মানুষ অবাধে চলাফেরা করতে পারবেন।

গত ৪ মে থেকে দেশটির বিভিন্ন কারখানা এবং দোকানপাট খুলে দেওয়া হয়েছে। এ সময় ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পরিস্থিতি নজরে রাখছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, মৃতের সংখ্যার দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৯৬ জন।আর মারা গেছে ৩১ হাজার ৪০০ জন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated