আসামীসহ ০২জন আসামী গ্রেফতার

Share the post

মোঃ মাইনুল হক, বিশেষপ্রতিনিধি রংপুর: নীলফামারী জেলায় সৈয়দপুর থানা পুলিশের অভিযানে অদ্য ২৪/০৪/২০২১খ্রিঃ তারিখ দুপুর অনুঃ ১৪.০৫ ঘটিকার সময় মূলতবী পরোয়ানা জি/আর- ১৪২/১৭ এর মাদক মামলার পলাতক আসামী ১। নুর মোহাম্মদ ওরফে বদি পিতাঃ নয়মুদ্দিন, সাং- হাতিখানা, বানিয়া পাড়া, সি/আর-৪৬১/২০ ও সি/আর-৫৮০/২০ এর পলাতক আসামী ২। মোঃ আমিনুল ইসলাম পিতাঃ মৃত জাকারিয়া সাং- দলুয়া মুন্সিপাড়া, উভয় থানাঃ সৈয়দপুর, জেলাঃ নীলফামারীদ্বয়কে হাতিখানা ও কামারপুকুর এলাকা হতে গ্রেফতার করতঃ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated